শব্দের অক্ষরে জীবন।।

মোহাজির হুসেইন চৌধুরী।।

শব্দের অক্ষর আর অক্ষরের ঝংকার
এই নিয়ে সেজে ওঠে যা--
তা কবিতা নয় একটা জীবন
প্রতিক্ষণ নির্দ্বিধায় পার হয়ে যায় সেতু
একটা অন্যরকম...
কখনও ঢোল পেটানো আওয়াজ
কখনও নীরব লজ্জাবতী অথবা
শেকড়বিহীন  ঝুলন্ত স্বর্ণলতা

শব্দের দ্যোতক ধ্বনি তার মাঝে তুমি আমি
লটকে থাকি ঘুড়ির মাঞ্জা দেয়া সূতোর মতো
শব্দ না হলে জীবন কোথায়
চাঁদের অক্ষর একলা রাত পোহায়
নির্লিপ্ত নিরীক্ষণে দেখা যায়
মূল ওষুধের চেয়ে  প্লাসিবো বা ফাইটমে
দ্রুত অসুখ সেরে যায়
স্যামুয়েল হ্যানিমেনের আশ্চর্য ভোজবাজি....
এসব জেনেও রাতের গভীরে
দুচোখের মণি দিয়ে সাজাই অক্ষর
এ আমার সান্ত্বনা এ আমার নেশাময় খেলা
এভাবেই একটা জীবন চলে যায়
সচল থেকে অচলের দিকে...

Comments