সে কী জেনেছিল

সেই মুখ সেই মেয়ে।।  

আকাশ কী জেনেছিল তাকে কতটুকু ভালবাসি
তাকে নিয়ে এযাবৎ কতটা কবিতা লিখেছি 
সেই মুখ সেই মেয়ে যারা রোজ আসে আমার কবিতায় 
গভীর রাতের আঁধারে একা বসে বসে 
শব্দ আওড়ায়
আমি খেলা করি নি:সঙ্গ নির্জনতার বুকে 
তারা কী কোনদিন দেখেছিল উদগ্রীব চোখে 
তাদের শরীরের একএকটা অঙ্গ নিয়ে ব্যস্ত ছিলাম সারারাত 
একটা সুশৃঙ্খল জীবনকে বিনষ্ট করে খুঁজেছি কবিতার সূত্রপাত 
নেমেছে আপন হতে গঞ্জনার পাহাড় 
অসময়ে শরীর ব্যাথা ক্ষয়িত হাড়
দুর্ভোগের কণ্টকিত মালা জড়ায়েছি গলে
জীবনের মূহুর্তগুলোকে চর্বিত ঘাসের মতো দলে 
নিষ্ক্রমণ করেছি এক একটা অক্ষর 
ওরা জানলো না জানতে পারল না
উদাস নেত্রের এক আশিক দেওয়ানা 
তার সমস্ত বৈভব অকাতরে বন্ধক রেখে 
পুড়েছে ধূপের মতো 

Comments