বুকের ভেতর গোলাবারুদ

বুকের ভেতর গোলাবারুদ পুরে রাখি
মুখের ঠোঁটে ভালবাসার চড়ুই পাখি 
সন্ধ্যা সাঁজে জ্বালিয়ে রাখি ধূপের বাতি
নয়নজলে সিক্ত চোখে ধ্যান আরতি 

হায়রে আমার অবোধ শিশু পরমেশ্বর 
তোমায় ভাবি খেলা ঘরের পুতুল সম
কানামাছি খেলার ছলে ধমধমাধম
ঠকাই শুধু ক্রীড়াঙ্গনে হাজার বছর 

মানুষ খুঁজি একটা মানুষ জগৎ জুড়ে  
নকল সোনায় সুনিপুণা আদল গড়ে 
যাকে দেখি তার ভেতরে গোলাবারুদ 
আগুন শুধু আগুন ভরা তালেমামুদ

অবশেষে নিজের দিকে তাকাই যখন 
আশীবিষের আশিমণ অন্তর্দহন
টের পাওয়া যায় বুকের ভেতর 
মানুষ হওয়ার কল্পনাটাই দূর অন্তর 

Comments