একটা বালুর দেশে
একটা বালুর দেশে
একটা বালুর দেশে বেশ ভাল আছি
কড়া রোদ্দুরে অজানা দূরত্বে বড় বড় জলাশয় ভাসে
তৃষিত জিহ্বারা উদগ্রীব হয়ে চেয়ে থাকে
করুণার বৃষ্টি তবু নামে না এদেশে।
এখানের প্রেম ভালবাসা ফুটন্ত জলের মতো টগবগ করে
ইচ্ছেরা বখাটে ছেলের মতো দিশাহীন ঘুরে
দিগন্ত বিস্তৃত মাঠ পার হতে গেলে
পা পিছলে পেছন ছুটে সময়ের পাখা ধরে
রাতের আঁধারে নামে কুয়াশার ঝড়
লু হাওয়ায় ঝলসে যায় সারাটা দুপুর
মাঝে মাঝে মরুদ্যান খাজুরের পাতা
সীমিত সাশ্রয় দেয় গোঁজে রাখি মাথা
এখানে সুখে থাকে উটের সংসার
কাঁটা গাছে মুখ রেখে আহা কী বাহার
রক্তাপ্লুত মুখ নিয়ে দিব্যি অনন্ত সুখ
জীবন কাটিয়ে যাই এক সংসার বিমুখ
Comments
Post a Comment