যা কিছু লিখি
যা কিছু লিখি তোমার জন্য লিখি
যা কিছু লিখি মৃত্যুর পরওয়ানা
জীবনের প্রেমপত্র হারিয়ে গেছে কৈশোরের আগেই
স্মৃতিতে উদ্ভাসিত শৈশব আর যৌবনের কাটাগাছ
বার্ধক্যের এই মুহূর্তে সুহেলী সুহৃদের মতো
বিঁধতে থাকে হৃদয়ের অলিতে-গলিতে
সুখের নামেতে দুখের অনন্ত দহন
তোষের আগুনের মতো আমার নিত্য সহচর
মানিয়ে নিয়েছি জীবনের পলে পলে
এখন এসময় শরীরে হেলান দিয়ে বসে থাকতে হয়
আমি তার নই সেও আমার নয়
একদার জ্বলন্ত চোখ আজ নিভু নিভু
পড়ন্ত বেলার আলো মুখে পড়ে মশকরা করে
তার চাহনিতে নতুন সরণীর ইঙ্গিত
আমাকে বিচলিত করে
ফিরে দেখি আমার কৈশোর আমার যৌবনের কারুকাজগুলো উজ্বল হয়ে ভাসছে।
Hridoysporshivhichirontonprobaho.
ReplyDelete