একটি প্রতি কবিতা।। আবু আশফাক্ব চৌধুরী।
(বিজিৎ বাবুর ১২১ সংখ্যার সাহিত্য এ "আমি-২" পাঠ করে)
ঝুলিটার মুখ আরও একটু প্রশস্ত করে দাও
সময় ফুরিয়ে আসছে, যা যা আছে অতলান্তে
বেরিয়ে আসুক, আমরা অপেক্ষায় আছি
তুমি জান কি জান না এই ঝুলি
যত ঝাড়ো মুছো তার শেষ কখনও সে
উগরে দেবেনা। তুমি তো বিস্ময়াভিভূত
তার চেয়ে ঢের বেশি আমরা, যারা পড়ে আছি
বিকেলের বৈঠকে দিনান্তের শেষে
দারুণ উৎকণ্ঠা নিয়ে ; হায় যদি
অকস্মাৎ ঝুলিটা হারিয়ে যায় কালের হাওয়ায়....
Comments
Post a Comment