অধুনার চিত্র-বিচিত্র।। আবু আশফাক্ব চৌধুরী।
মেঘ না চাইতেই জল
বল
আজকাল কোথাও কী মেলে?
তিলেতিলে
বদলে যাচ্ছে পথের পাথর -নুড়ি
কালবুড়ি
তালিম দিচ্ছে
আকাশ ভাগ করে
বাতাস ভাগ করে
জল নদী সবকিছু
ভোগে নেওয়ার!
এখানে প্রকৃতার্থে
নিজেরই স্বার্থে
বেঁচে থাকার
এই অনধিকার
কুঁড়ি থেকে কিশলয়ে
প্রতিদিন সংক্রমিত
আপাতত
ভয়ে নির্ভয়ে
চলমান অন্ত স্রোত!
সাবকাশ কোথায়
মেঘ না চাইতেই জল
এখন মৃত চিঠি
কপাট বন্ধ করে
জানলার ফাঁক দিয়ে
নিরন্তর অবলোকন
এক ভেজা মন
উচাটন নিয়ে
উঁকি দেয় সংশয়ে।
Comments
Post a Comment