নোটিশ। আবু আশফাক্ব চৌধুরী।

ঘরওলাদের বিপন্ন আকাশ ডাকছে
কোন মূহুর্তে কার ঘরে সেঁটে যায় নোটিশ -"এখান থেকে সরে যাও
পায়ের তলার মাটি ঝেড়েমুছে
চলে যাও যার যার স্বদেশে"

স্বদেশ?  কোনটা আমার স্বদেশ?
আমার প্রথম শ্বাস যে আকাশ
স্পর্শ করেছিল -
আমার প্রথম দৃষ্টি যে মাটিতে
চোখ রেখেছিল -
সে নয় কী আমার স্বদেশ?

পৃথিবীটা তবে কী মালিকবিহীন?
শুধু সরকারি আদেশ আর উচ্ছেদ নোটিশ
মূহুর্তে আমার সত্তাকে উপড়ে ফেলে
ছেঁড়া শেকড় তুলে নেবে হাতে
যখন মন চায়?
বিপন্ন আকাশ ডাকছে
ছাদবিহীন বিশ্ব আলোর করতলে
কিছু মানুষের ঠিকানা অপেক্ষা করছে
নিদাঘ নিরীশ্ব অদ্ভুত মানবতা!!!

Comments