কোন নামে ডেকো না আমায়।। আবু আশফাক্ব চৌধুরী।
কোন নামে আমাকে ডেকো না
সতর্ক করে দিচ্ছি -তুমি তো জাননা
এই নাম যাকে তুমি আমার বলে
চালিয়ে দিচ্ছ, তার প্রতিটি অক্ষর
আমার অজান্তে আমারই জন্য
কেউ পুষে রেখেছিল গভীর গহীনে
তার নিজস্ব প্রিয় বলে-
আমার কী নাম হবে
পছন্দ - অপছন্দ
তার বিন্দু বিসর্গ বলার সুযোগ ছিলনা।
Comments
Post a Comment