নিভিয়ে দিয়েছ আলো...এই ভালো।। আবু আশফাক্ব চৌধুরী।

নিভিয়ে দিয়েছ আলো... এই ভালো
অন্ধকার !
কোন নামটা কার?
বলার দরকার নেই - যে নামেই ডাকো
সেই ভালো সেই ঠিক
পথ হারায়েছে অন্ধ পথিক
অপদৃষ্ট পথ - অরণ্য সমতলে একাকার।

বারবার নিভিয়ে দিয়েছ আলো
এই ভালো -
দৃশ্যপটে-
আদিম বাসনাগুলো রাস্তায় উলঙ্গ হয়ে ছুটে!

আলোহীন কালো ঘরে ঢুকেছে কালো বেড়াল
টালমাটাল
কে তাকে খোঁজে বের করবে
সাধ্য কার দুরন্ত ল্যাজ ধরবে ?

পুরুতের শঙ্খধ্বনি মিনারে আজান
সুখ প্রিয় শব্দগুলো হাওয়াতে ভাসমান
ক্লান্ত পথিক তবু গালে হাত ম্রিয়মাণ
শুধায় যাবে কোথা - অন্ধকার সব কালো
নিভিয়ে দিয়েছ আলো
এই ভালো....

Comments