অবিস্মরণীয় কবিতাটি-।। আবু আশফাক্ব চৌধুরী।।
শব্দ ব্রহ্ম স্থির আকন্ঠ পিয়াসি উন্মাদ
চাতকের চাহনি নিয়ে চেয়ে আছে
প্রতীক্ষার দেয়াল ভেঙে কাঠবেড়ালি
কবে নেমে আসবে
গাছ থেকে গাছে লাফালাফি
আমি লিখে যাব অবিস্মরণীয় কবিতাটি
পাঠকের চোখে মুখে বিস্ময় ছড়িয়ে
দিগদিগন্ত জুড়ে পায়রার ওড়াওড়ি
ফুটে ওঠবে চিত্রিত ক্যানভাসে
তাৎক্ষণিক বিশ্লেষণে হাজার মুগ্ধ চোখ
নাওয়া খাওয়া ত্যাগ করে বসে পড়বে
এক ধ্যানে পুরাতন ঋষির মতন।
আমি মেঘ হয়ে আমি বৃষ্টি হয়ে আমি
এক উন্মাদ তুফানের শরীরী ডানা হয়ে
সমুদ্রের উথালপাতাল ঢেউ নাচতে থাকবো
বিদ্যুতের মশাল নিয়ে
সারারাত সারাদিন চেতনার ফাল্গুনে।
Comments
Post a Comment