সুখটান।। আবু আশফাক্ব চৌধুরী।।

ওড়ছে বৃন্দাবনী ধোঁয়া
সুখটান - হুঁকো চক্কর কাটছে
ভদ্রলোকের মতো ধীর পা
কতিপয় আধা বৃদ্ধ  যুদ্ধের গল্পে ব্যস্ত
একটু পরপর  চোখ বুঁজা
সুখটান...

আসলে এখানে সবাই বক্তা
কেউ শ্রোতা নেই
কারো কাছে কোন অস্ত্র নেই
অথচ তুমুল  যুদ্ধ
কোন কাজ নেই-সবাই দারুণ ব্যস্ত।

Comments