Posts

Showing posts from July, 2025

একটা ছাদ আর একটা আকাশ

ছিলোনা কিছুই না ছাদ না আকাশ  শুধু অরিন্দম শব্দগুচ্ছ আর বায়বীয় আশ্বাস  এলো প্রেম এলো ছন্দ পাহাড়িয়া ভুঁই জুড়ে  কুকীর্তির শ্বেতপত্রে আঁকা হল সৃষ্টির প্রতিভাসে বনমল্লিকার হাতের বেহালা সুর তুলে অনভ্যাসে বৃষ্টি তার দৃষ্টি মেলে এঁকে দেয় ছুঁ মন্তর তখনই দাঁড়ায় এসে একটা ছাদ অনন্তর  ছাদের উপর দাঁড়িয়ে কিছু দীর্ঘ শ্বাস  হাত বাড়াতেই নেমে এল একটা  আকাশ  অফুরন্ত ভালবাসা অথবা অনৈচ্ছিক প্রেম স্রষ্টার কীর্তিযশ এভাবেই অনন্ত অসীম