Posts

Showing posts from 2022

ইউক্রেন

মোহাজির হুসেইন চৌধুরী (12/04/22) ঝলসানো শরীরে সেই শিশুটি পথের পাশে জ্বলন্ত রোদ্দুরে দাঁড়িয়ে আছে --- জানেনা কোথায় তার মা-বাপ কোথায় ঘরবাড়ি একটুকরো রুটি চায় এখনও বাঁচার অধিকার খোঁজে শব্দ আকাশে এখনো বারুদের ধোঁয়া পচা লাশ চারপাশে "কোথা তোর দেশ- এমন করছিস কেন " বলতে পারেনি ভাষাহীন মুক ছোট্ট শিশুটি দেশটির নাম ছিল একদা তেল চুকচুকে ইউক্রেন।

ফ্রেমে বাঁধা সেই ছবি

মোহাজির হুসেইন চৌধুরী একটা জলজ্যান্ত সেই মানুষ এখন একটা ছবি পুরনো ঘরেই বেশ হাঁটাফেরা করে কারো হাত ধরে চলে যায় এদিক সেদিক হাতগুলো কার হয়তো আত্মজার হয়তো কোন পরম প্রিয়ের সহানুভূতির পরম্পরা চলচ্ছবির মতো আধো আলো আধো অন্ধকার সন্তর্পণে চলতে চলতে দেখে চাঁদের জ্যোৎস্নায় মাখা নিমপাতা জল শেষ  সম্বল সারাজীবনের খুঁ ড়ানো ভালবাসা।  বৃক্ষ থেকে নিয়মিত পাতা খসা শেষ আলোর ফোটা ঝরে গেলে এখন ছবিটার চারদিকে কাঁচের ফ্রেম বাঁধা মাঝেমাঝে তাকায় আত্মীয়রা আর বিড়বিড় করে প্রশংসার স্তুতি নেই অশ্রু ভরা চোখ নেই জল অন্ত কাকুতি।

টেম্পেস্ট

বুকের আপেল সঙ্গে আপেলের ঘ্রাণ নিশীথ যৌবনে এ কী অদ্ভুত টান প্রেম প্রেম ভালবাসা নির্জন বনে জেগে ওঠে মিরান্দার কচিকাঁচা মনে ফার্দিনান্দ কাছেই ছিল দাঁড়িয়ে একা সেদিন জনহীন বন -দ্বীপ ছিল নিষ্কায়া ফাঁকা দুটি চোখ দূর থেকে নিরীক্ষণ করছিল ভালবাসা আপনি জন্মায় না কেউ জন্ম দিল শরীর কথা বলে সময়ের সাথে প্রমাণিত হল সেই বিস্ময় নিগুঢ় রাতে ... সময়েরও পাখা গজে সময়ের ইশারার সাথে রাখির বাঁধন সে জড়ায়ে নেয় কারো হাতে।