Posts

Showing posts from February, 2020

অগোছালো ভোর

ভোর -ভোর- ভোর...... কলমের খোঁচায় পাঁঁচ বার শব্দটি লিখে লেগে গেল এক কানাঘোর মন্ত্রের মতো আওড়িয়ে যেতে যেতে শুনতে পেলাম প্রতিধ্বনি নেতিবাচক সুর এলো না ধারেকাছে শুধু আকাশটা রঙ বদলালো বারকয়েক সূর্যদানিতে তেল কমে গেছে নিষ্প্রদীপ অতর্কিত আভার পেরেক সাদামাটা মৃত্যুর মতো অগোছালো গমণ শেষে ভোর নেই শুধু অন্ধকার সদ্যোজাত নিভে যাওয়া আলো বোধ হয় এইই ভালো উৎকন্ঠায় জেগে থাকার মন্ত্র ললাটের কোণায় লেখা ছিল।